২১ জুন ২০২১, ১৬:২৮

সিনোফার্মের ভ্যাকসিন নিচ্ছেন খুবি শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

খুলনা মেডিকেল কলেজে (খুমেকে) সিনোফার্মের টিকা কর্মসূচি রবিবার (২০ জুন) থেকে শুরু হয়েছে। এদিন হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রেজিষ্ট্রেশন করেই সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানিয়েছেন, ইতোমধ্যে তারা অনেকেই ভ্যাকসিন নিয়েছেন খুমেক হাসপাতাল থেকে। সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার সাইফ হোসেন ভ্যাকসিন নিয়ে বলেন, ভাল লাগছে ভ্যাকসিন পেয়ে।

“ভ্যাকসিন দেওয়ার পর আসলে তেমন কিছু ফিল হয়নি। কিন্তু এখন হালকা ব্যাথা আছে যে হাতে ভ্যাকসিন দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোন ধরনের পাশ্বক্রিয়া দেখা যায়নি।”

জানা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে গেলে সেখানেই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের মূল কপি না থাকলে অনলাইন কপিও নিয়ে যাওয়া যাবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী খুলনার বাইরে আছেন তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে জাতীয় পরিচয়পত্র এবং হলের পরিচয়পত্র দেখিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ইউজিসি বা অন্য কোনো মহল থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। নির্দেশনা পেলে তখন এ বিষয়ে বলতে পারবো।