করোনা মহামারিতে জবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রশাসন
করোনা মহামারির কারণে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে সকল বিভাগ ও ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের তালিকা আহবান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিভাগগুলোতে এ তথ্য জানানো হয়।
নোটিশে ২০১৯-২০ শিক্ষাবর্ষ ব্যতীত অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৫ শতাংশ শিক্ষার্থীর তালিকা আগামী ২৩ জুনের মধ্যে রেজিস্ট্রারের নিকট হার্ডকপি ও ই-মেইল (registrar@jnu.ac.bd)-এ সফটকপি প্রেরণ করার জন্য বলা হয়েছে।
তবে তালিকা পাঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের পিতার বার্ষিক আয়, মাতার বার্ষিক আয়, অভিভাবকের বার্ষিক আয় (পিতার অবর্তমানে), পিতার পেশার বিবরণ, মাতার পেশার বিবরণ, পরিবারের সদস্য সংখ্যা, ছাত্র/ছাত্রীর মেধা, উপস্থিতি ও আচরণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর কোন ভাই-বোন অধ্যয়ন করে কিনা এবং সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের কোর্স কো-অডিনেটরের মতামত বিবেচ্য বিষয়াবলি নির্ধারণ করতে বলা হয়।