শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাস্তবায়ন শুরু
কলেজে ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরীয়তপুরের সব সরকারি-বেসরকারি কলেজ। কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয় সারা দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চিঠি দিয়ে কলেজগুলোকে জানানো হয়েছে।
পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পর গত ১০ জুন থেকে শরীয়তপুরের কলেজগুলো এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
এর আগে, গত ৩১ মে সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ বিভাগের। তা বাস্তবায়ন করার জন্য তারা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছেন। ডোপ টেস্টের মাধ্যমে জানতে পারবেন, কোনো শিক্ষার্থী মাদকে আসক্ত হয়েছে কি না। যারা মাদকাসক্ত চিহ্নিত হবে, তাদের কাউন্সেলিং ও চিকিৎসার উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মাদক গ্রহণে সাহস পাবে না। মাদকের থাবায় অনেক মেধাবী মুখ ঝরে পরার ঘটনা অহরহ ঘটছে। তাঁদের মাদক থেকে দূরে রাখতে পারলে শিক্ষাঙ্গনের অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।