পূর্বের সময়ে চলবে জবি শিক্ষক-কর্মকর্তাদের বাস, সপ্তাহে ৩ দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী যানবাহন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী যানবাহন  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী যানবাহনসমূহ সপ্তাহে তিন দিন পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আগের সময়সূচি অনুযায়ী, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার যানবাহনগুলো সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে ও দুপুরে ক্যাম্পাস থেকে নির্ধারিত রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

রিবহন প্রশাসকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নিমিত্তে শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতকৃত যানবাহনগুলো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহে ৩ দিন (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) স্ব-স্ব রুটে চলাচল করবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপের মাঝে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের পর গত বছরের ২৩ জুন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনে সীমিত পরিসরে চলছে ক্যাম্পাসের নিজস্ব যানবাহনগুলো।


সর্বশেষ সংবাদ