জবির ক্লাস-পরীক্ষা কীভাবে হবে, জানা যাবে কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুন ২০২১, ১০:৩৬ PM , আপডেট: ০৭ জুন ২০২১, ১০:৩৬ PM
করোনাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আটকে যাওয়া ক্লাস-পরীক্ষাগুলো কবে কীভাবে হবে তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার (৮ জুন)। এ সংক্রান্ত বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে সভা হবে। সেখানে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে।
পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
এর আগে করোনার কারণে আটকে থাকা পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গ্রহণ করে জবি প্রশাসন। পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে পরীক্ষাও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এসব পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।