০৩ জুন ২০২১, ১২:৪৩

সশরীরে পরীক্ষা নেওয়ার অনুরোধ বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের

বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান  © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা ঘোষণা করে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান।

তিনি বলেন, ‘করোনা মহামারী চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। উপ-উপাচার্য মহোদয়ের নেতৃত্বে কমিটি করার মাধ্যমে গত ২৭ ডিসেম্বর, ২০২০ থেকে পরীক্ষা শুরু করা হয়েছিল। করোনা পরিস্থিতির অবনতি হলে সেটি বন্ধ করা হয়। বর্তমান পরিস্থিতিতে অনলাইন মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত যুগোপযোগী হলেও সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পূর্বের ন্যায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।’

এর আগে গতকাল বুধবার অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে অফিস আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রসাশন। এরপর থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চলে ক্ষোভ আর হতাশা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনলাইন পরীক্ষার বিরুদ্ধে কথা বলা শুরু করেন সবাই।

আরও দেখুন: অনলাইনে নয়; সশরীরেই পরীক্ষা দিতে চায় বেরোবির শিক্ষার্থীরা