হল বন্ধ রেখেই ১৩ জুন থেকে জাককানইবির অসমাপ্ত পরীক্ষা শুরু
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২১, ০৭:৫১ PM , আপডেট: ০২ জুন ২০২১, ০৮:০১ PM
আবাসিক হল বন্ধ রেখেই আগামী ১৩ জুন থেকে সশরীরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্তৃপক্ষ।
বুধবার (২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩৪তম একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া। পর্যায়ক্রমে কোর্স শেষ হওয়া সাপেক্ষে সকল বিভাগ পরীক্ষা গ্রহণ করতে পারবে।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ইউজিসি ও সরকারের নির্দেশনা অনুসারে হল খোলার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও সীমান্তবর্তী জেলার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই তাদের করোনার এন্টিজেন/পিসিআর টেস্ট করাতে হবে।
পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, যেসব বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিলো, সেসব বিভাগের পরীক্ষা আগামী ১৩ জুন থেকে স্বাস্থবিধি মেনে সশরীরে উপস্থিত থেকে নেওয়া হবে। তবে অনান্য পরীক্ষাগুলো বিভাগ নিজেরা সিদ্ধান্ত নিয়ে পর্যায়ক্রমে নিতে পারবে।
তিনি আরো জানান, পরীক্ষা গ্রহণের সময় প্রস্তুত থাকবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম। এছাড়াও বিভাগগুলোর চাহিদা অনুযায়ী পরীক্ষার সময় পরিবহন সুবিধা প্রদান করবে পরিবহন দপ্তর।
এদিকে হল না খোলার সিদ্ধান্তের পর আবাসন ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হল খুলে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।