৩০ মে ২০২১, ১২:১৩

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

সাত কলেজ  © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থী।

রোববার (৩০ মে) ‘সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। 

শিক্ষার্থীদের দাবি, অতিদ্রুত শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিতে হবে। নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এর আগে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ রোববার আন্দোলনে নামার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

আরো পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আন্দোলনে সংহতি, মাঠে নামছে সাত কলেজ