গ্রেফতার হওয়া সেই ইবি কর্মচারী বহিষ্কার
মাদকসহ গ্রেফতার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মচারী বকুল জোয়ার্দ্দারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৯ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বিএনসিসি অফিস প্রধানের প্রেরণ করা তথ্যের ভিত্তিতে উক্ত অফিসের কম্পিউটার অপারেটর বকুল জোয়ার্দ্দারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠানোই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫-(এ) অনুযায়ী কম্পিউটার পদ থেকে বহিষ্কার করা হলো। তবে বিধি মোতাবেক বহিষ্কারকালীন সময় জীবনধারণ ভাতা পাবেন।
এর আগে, গত সোমবার (২৪ মে) মাদক অভিযানের অংশ হিসেবে বিকেলে শেখপাড়া এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র্যাব-৬। পরে শেখপাড়া বাজার থেকে ইবি কর্মচারী বকুল জোয়ার্দ্দার ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকেও গ্রেফতার করা হয়। এ সময় অভিযান চালিয়ে তাদের কাছে ৮৯ পিস ইয়াবা পায় উদ্ধার করা হয়।