২৭ মে ২০২১, ০৯:২৮

ক্লাসের বাইরে যাদেরকে পাঠিয়ে দিলাম তাদেরকে আর ক্লাসে ফেরাতে পারবো তো!

ড. সোহেলা মুস্তারি ও ফেসবুক পোস্ট  © ফাইল ছবি

করোনা মহামারীর এই সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে অনলাইন ক্লাসের নির্দেশনা দিয়েছে সরকার। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেওয়া হচ্ছে অনলাইনে ক্লাস। কিন্তু অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে ফেসবুক টাইমলাইনে একটি আবেগঘন পোস্ট করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী।

তিনি তাঁর ফেসবুক পোস্টে বলেন, ‘শুরুর দিকে ৬৫ জন ছাত্রের ৬২/৬৩ জন পর্যন্ত অনলাইন ক্লাসে এসেছে। পুকুর পাড়, গাছ তলা, সড়কের পাশে যেখানেই একটু নেট পাওয়া যেত, বসে তারা ক্লাস করার চেষ্টা করেছে।’

‘কিন্তু শুরুর সেই সংখ্যাটা কমতে কমতে এখন ৩৭, ৩৮, ... ৪২ এ এসে ঠেকেছে। আর এই ৩৭ জনের ৩ ভাগের ১ ভাগ (৭-১০ জন) ছেলে ছাত্র, বাকিরা মেয়ে। বাকি ছেলেরা কোথায়! তাদের কেউ ধানের কাজ করছে, কেউ রাজমিস্ত্রীর কাজ করছে, কেউ বা অন্য কিছু। ক্লাসের বাইরে যাদেরকে আমরা পাঠিয়ে দিলাম তাদেরকে আর ক্লাসে ফেরাতে পারবো তো!!! আর এই ছাত্র উপস্থিতি কমের কারণ কেবল তাদের অভাব অনটন নয়, বরং আমার আপনার দিক নির্দেশনার অভাব। তাদের সামনে কোন ভিশন, টার্গেট বা কোন স্বপ্ন আমরা দিতে পারিনি।’

‘আর ছাত্র কেন, ছাত্র পড়ানোর জন্য শিক্ষকও পাওয়া যাবে কিনা কে জানে! কিনডার গার্টেন আর বেসরকারি স্কুলের অনেক শিক্ষক আজ অন্য পেশায় জীবিকার তাগিদে। তাঁরাও কি আর ক্লাস রুমে ফিরবেন!’

আরও দেখুন: যেভাবে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা