২৬ মে ২০২১, ১৩:৩৩

শিক্ষার্থীদের দু’ডোজ টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা

  © ফাইল ছবি

দেশের বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীদের দু’ডোজ করোনা টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা করছে সরকার। আজ বুধবার (২৬ মে) দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা টিকা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের তথ্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে। এরপর সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। টিকা নিশ্চিত করার পরই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া তালিকা পেয়েছি। এসব শিক্ষার্থীদের দু’ডোজ করোনা টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলে দেওয়া হবে তা নির্দ্দিষ্ট করে কোন দিন-তারিখ ঘোষণা করেননি।