২৫ মে ২০২১, ১৫:২৫

জাককানইবিতে কবি নজরুল ভাস্কর্য উদ্বোধন

জাককানইবিতে কবি নজরুল ভাস্কর্য  © টিডিসি ছবি

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উদ্বোধন করা হয়েছে কবি নজরুল ভাস্কর্য। মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টা ৩০ মিনিটে ভাস্কর্য উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। উদ্বোধন শেষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকতা শেষে উপাচার্য বলেন, 'কাজী নজরুল ইসলাম আমাদের অনন্ত প্রেরণার উৎস। বাংলার মানুষের সবচেয়ে কাছের, প্রাণের মানুষ তিনি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে অসুস্থ কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেন। পরে তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।'

এদিকে নজরুল জয়ন্তীতে তিন দিনব্যাপী আলোচনা সভা, ওয়েবিনার ও অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২৭ মে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য ও কবির পৌত্রী খিলখিল কাজী।

আরও পড়ুন

অনলাইন পরীক্ষা নিয়ে যা ভাবছেন জাককানইবি শিক্ষার্থীরা

উপাচার্য ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির, প্রক্টর উজ্জল কুমার প্রধান, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীলদল, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ভাস্কর্যটির নকশা করেছেন শিল্পী শ্যামল চৌধুরী।