২১ মে ২০২১, ১২:১৮

রোজিনার সাথে অসদাচরণের নিন্দা ও প্রতিবাদ খুবি শিক্ষক সমিতির

খুবি শিক্ষক সমিতির নিন্দা  © সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে সাংবাদিক রোজিনার সাথে যে অসদাচরণ হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। একই সাথে সমিতি এই ঘটনার দ্রুত তদন্ত, জড়িতদের শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ মে ২০২১ তারিখে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সাথে যে অপেশাদার, অসৌজন্যমূলক ও অনৈতিক আচরণের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তা উদ্বেগজনক। রাষ্ট্রের সবচেয়ে আস্থার স্থল, সচিবালয়ে জ্যেষ্ঠ একজন সাংবাদিককে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করার ঘটনা অপ্রত্যাশিত। পেশাগত দিক বিবেচনায় সাংবাদিকতার মতো অতি গুরুত্বপূর্ণ পেশাজীবীরা যদি এতো অরক্ষিত থাকে, তবে অন্য পেশাজীবীদের পেশাগত মর্যাদা কতটুকু রক্ষিত থাকবে তা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বিগ্ন। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তিরা দেশের মানুষের কাছে সচিবালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

আরও দেখুন: জেবুন্নেসা বিরোধী সংবাদ ঠেকাতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি