করোনা টিকা পেতে ইবি শিক্ষক-শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মে ২০২১, ০৫:৩৫ PM , আপডেট: ১৯ মে ২০২১, ০৫:৫৬ PM
করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় আগামী ২৫ মে'র মধ্যে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে বলা হয়েছে। তবে যারা ইতোপূর্বে ভ্যাকসিন নিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের আগামী ২৫ মের মধ্যে আবেদন করতে বলা হলো। শিক্ষক-শিক্ষার্থীদের অবশ্যই সংযুক্ত গুগল ফরমে তথ্য দিতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের ইংরেজি সিরিয়াল নম্বর দিতে হবে।