অনলাইন পরীক্ষা সুফল বয়ে আনবে না: জাককানইবি উপাচার্য

অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান
অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান  © ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে অনলাইনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে অনলাইনে পরীক্ষার উদ্যোগ সুফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার জাককানইবি প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অধ্যাপক মোস্তাফিজুর রহমান  ভারচুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন।

তিনি বলেন, আমাদের বিশ্ববদ্যালয়ের ৬০ শতাংশের বেশি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত করা সম্ভব হয়নি।  তাহলে যারা ক্লাস করতে পারেনি তারা কীভাবে পরীক্ষা দেবে? আমরা ঠিক করেছি, যখন করোনা সংক্রমণ ৫ শতাংশে নেমে আসবে তখন বিশ্ববিদ্যালয় খুলে সশরীরে পরীক্ষা নেব।

জাককানইবি উপাচার্য আরও বলেন, রোজার ঈদের পর  শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করা হবে। এর পর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে ক্যাম্পাস খোলা হবে।


সর্বশেষ সংবাদ