এবারও অংশ নেয়নি দেশের কোন সরকারি বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশন এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং দেশের সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ম্যাট্রিক্স ব্যবহার করে তৈরি করা হয়েছে র্যাংকিংয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা। এবারও এই র্যাংকিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি দেশের কোন সরকারি বিশ্ববিদ্যালয়।
এবারের র্যাংকিংয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আছে ৩০০-৪০০ এর মধ্যে। ৪০০ থেকে ৬০০ এর মধ্যে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নাম আছে ৬০০-৮০০ এর মধ্যে। এছাড়া র্যাংকিংয়ে ৮০০-১০০০ এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং ১০০০ এর পর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম আছে।
যুক্তরাজ্যর লন্ডনভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন গত বুধবার (২১ এপ্রিল) তৃতীয়বারের মতো তাদের র্যাংকিংয়ের এই তালিকা প্রকাশ করে। গত বছরও সংস্থাটির প্রথম তালিকায় ড্যাফোডিল ইউনিভার্সিটি। সেবার দেশের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছিল।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাব বিবেচনা করে এই তালিকা করা হয়। তিনটি বিস্তৃত ক্ষেত্র সূচক-গবেষণা, প্রচার ও বিশ্ববিদ্যালয়গুলোর অর্জন তুলনা করে স্থান দেওয়া হয় তালিকায়।
এ বছর বিশ্বের ৯৪টি দেশের ১ হাজার ১১৫টি বিশ্ববিদ্যালয়কে তুলনা করে র্যাংকিং করা হয়েছে। তালিকায় যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থানে রয়েছে। এর পরেই আছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও আরএমআইটি বিশ্ববিদ্যালয়। এছাড়া, রাশিয়ার সর্বোচ্চ ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবারের র্যাংকিংয়ে।