করোনায় বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

ইউসুফ আলী বেরোবি লোগো
ইউসুফ আলী বেরোবি লোগো  © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ইউসুফ আলী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান আর এম হাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক মশিউর রহমান।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইউসুফ আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়।

ইউসুফ আলী’র সহপাঠী শাওন মাহমুদ বলেন, ইউসুফ আলী কিছুদিন থেকে অসুস্থ বোধ করায় বাড়িতেই অবস্থান করছিলো। গতকাল (বৃহস্পতিবার) শ্বাসকষ্ট বেরে যাওয়ায় প্রথমে উলিপুর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। আজ শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ