ইবির ঈসা মোহাম্মদ পেলেন স্কাউটিংয়ে প্রথম পিএইচডি ডিগ্রি
বিশ্বব্যাপী স্কাউটিং আন্দোলন প্রতিষ্ঠার ১১৪ বছর পর প্রথম ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করেছেন ঈসা মোহাম্মদ। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০০২-০৩ শিক্ষাবর্ষের ছাত্র তিনি।
ইবির অ্যাকাডেমিক কাউন্সিলের ১১৯তম সভার সুপারিশক্রমে এবং ২৫০তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত মোতাবেক তাকে পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক তিনি। এর আগে ঈসা মোহাম্মদ নিজ বিভাগ থেকে এমফিল ডিগ্রি নিয়েছেন।
পিএইচডিতে তার গবেষণার বিষয় ছিল ‘ইসলাম ও স্কাউটিংয়ে শিক্ষাদান পদ্ধতির তুলনামূলক পর্যালোচনা: পরিপ্রেক্ষিত বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়’। তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী।
পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মোহা. ইউনুছ। বহিরাগত সদস্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মসিহুর রহমান।
চট্টগ্রামের চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ ড. ঈসা মোহাম্মদ। বর্তমানে নিজস্ব প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব আল কুরআন রিসার্চ অ্যান্ড লার্নিংয়ের (আইআইকিউআরএল) পরিচালক তিনি। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কিশামত হাবু গ্রামের আব্দুল কুদ্দুস ও শামসুন্নাহার বেগমের ছেলে ঈসা মোহাম্মদ।
নিজের গবেষণার বিষয়ে তিনি বলেন, ‘ব্যাটেন পাওয়েল স্কাউটিং প্রতিষ্ঠা করেছেন। স্কাউটিং এবং ইসলাম উভয়ই মানবতার কল্যাণে। এ গবেষণা থেকে আমরা বুঝি দুটিই মানবতার কল্যাণে এবং প্রচুর সামঞ্জস্য রয়েছে। স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতার মেসেজের সঙ্গে ইসলামের মেসেজের মিল রয়েছে। তেমন অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি।’