‘আসুন, আমরা শিশুকে ভালোবাসি’
পৃথিবীর সব শিশুকে ভালোবাসার আহবান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। আজ বুধবার (১৭ মার্চ) জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, আসুন, আমরা শিশুকে ভালোবাসি। বঙ্গবন্ধুও শিশুদের ভালোবাসতেন। এটা আমরা তার পরিবারের নিকট দেখেছি। তাই চলুন নিজের শিশু নয় পৃথিবীর সকল শিশুদের ভালোবাসি।
উপাচার্য ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, কলা অনুষদ ডিন ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমাদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু প্রমুখ।
এর আগে এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে পায়রা উড়িয়ে, কেককাটা ও সমাবেশের মধ্য দিয়ে দিনটির প্রথম অংশের আয়োজনের সমাপ্তি হয়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ: সুবর্ণ শৈশবের দিগন্ত’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে দুটি কাঠবিড়ালি অবমুক্তকরণের কথা থাকলেও হারিয়ে যাবার কারণ দেখিয়ে এই আয়োজনটি সম্পন্ন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।