১৭ মার্চ ২০২১, ১৬:৪৩

জবিতে আধুনিক মেডিকেল সেন্টারের উদ্ধোধন

  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত আধুনিক মেডিকেল সেন্টার উদ্ধোধন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় নির্মিত এই মেডিকেল সেন্টার উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক, প্রধান প্রকৌশলী এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

নবনির্মিত এই মেডিকেল সেন্টারে ছেলে মেয়েদের জন্য আলাদা দুইটি ওয়ার্ড, ডাক্তারদের বসারকক্ষ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে।

এরপূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে মেডিকেল সেন্টার আধুনিকায়নের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কয়েকদফা কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের মার্চে সম্পন্ন করা হয় এর নির্মাণ কাজ।