১৬ মার্চ ২০২১, ০০:০৮

ক্যাম্পাসে গরু-ছাগলের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযানে আটককৃত গরু-ছাগল  © টিডিসি ফটো

ক্যাম্পাসে গরু-ছাগল প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় গরু-ছাগলের উৎপাত প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাসে গাছ রোপণ করা হলে তা গরু-ছাগলের পেটে চলে যাচ্ছে। তাই ক্যাম্পাসে গরু-ছাগলের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী এলাকার প্রায় অর্ধশত গরু-ছাগল বিশ্ববিদ্যালয়ের গাছপালা, পরিবেশের ক্ষতি করে আসছে। তা নিয়ে উদ্বিগ্ন হয়ে গরু-ছাগলের মালিকদের কাছ থেকে জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, গরু-ছাগল বিশ্ববিদ্যালয়ের ঢুকে প্রাকৃতিক সম্পদ নিয়মিত নষ্ট করে যাচ্ছে, যার মূল্যমান অনেক। মালিক পক্ষকে বিভিন্ন সময়ে বুঝিয়েও প্রতিকার না হওয়ায় জরিমানা আদায়ের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা পেয়ে কাজ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মানুযায়ী, জরিমানার ৫০% টাকা জমা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসেবে, বাকি ৫০% টাকা পায় গরু-ছাগল আটক করা আনসার/গার্ড সদস্য। আটককৃত গরুর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক আনসার সদস্যের গরু থাকায় তার থেকেও ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ড. উজ্জ্বল কুমার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করার শাস্তি হিসেবে মালিক পক্ষ থেকে গরুর জন্য ২০০ টাকা ও ছাগলের জন্য ১০০ টাকা জরিমানা আদায়ের নির্দেশনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরিমানার সিদ্ধান্তের আগে স্থানীয়দের সতর্ক করতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে। কিন্তু স্থানীয়রা এসবে গুরুত্ব দিচ্ছে না।

এদিকে নির্দেশনা অনুযায়ী, গত শনিবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে ১টি বাছুরসহ ৩টি গরু (১টি বাছুর) ও ২টি ছাগল আটক করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এরপর নির্দেশনা অমান্য করায় মালিক পক্ষের থেকে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিন আটককৃত গরুর মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন আনসার সদস্যের গরু থাকায় তার থেকেও জরিমানা আদায় করা হয়েছে।

এদিনের অভিযানের পর রবিবার ক্যাম্পাসে কোন গরু-ছাগল পাওয়া যায়নি। তবে তদারকি ও প্রচারণা অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। এছাড়া সোমবার ফের ক্যাম্পাসে গরু-ছাগলের উপস্থিতি পাওয়া গেছে। এদিন অভিযুক্ত মালিকদের কাছ থেকে ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব দ্রাবিড় সৈকত জানান, প্রধান সমস্যা গরু-ছাগল। বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ রোপণ হয় তবে তা গরু-ছাগলের পেটে চলে যাচ্ছে। কঠোর ব্যবস্থা নিয়মিত বাস্তবায়ন করা গেলে গরু-ছাগলের উৎপাত রোধ করা যাবে। বিশ্ববিদ্যালয় ফুলে ফুলে রঙিন হয়ে উঠবে।