ঘুরতে গিয়ে হাতির চাপায় পিষ্ট হয়ে বুটেক্স ছাত্রের মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অভিষেক পাল (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে কাপ্তাইয়ের কামাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অভিষেক পাল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার দেশের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।
অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের ৬ বন্ধুর কাপ্তাই ভ্রমণে গিয়েছিল। সকালে তারা কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রা শুরু করেন। সকাল ৯টায় কামাইল্যাছড়ি এলাকায় দুইটি হাতির মুখোমুখি হয়। এসময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে একটি হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়েছে।