উপাচার্যের হাত ধরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়ন: শিক্ষামন্ত্রী

দীপু মনি
দীপু মনি  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন হয়েছে, সেটি উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের সাহসী পদক্ষেপের কারণে। তিনি সর্বগুণে গুণান্বিত একজন পরিপূর্ণ মানুষ।

বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর সফল মেয়াদান্তে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, অধ্যাপক হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বেই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হয়েছে। শিক্ষা পরিবার তার অবদান আজীবন মনে রাখবে।


সর্বশেষ সংবাদ