দুর্নীতি নিয়ে কাল সংবাদ সম্মেলন করবেন বেরোবি ভিসি

বেরোবি ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ
বেরোবি ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ  © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পে নিজের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। আজ বুধবার বেরোবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি বেরোবি ভিসির জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে গণমাধ্যমে খবর বের হয়। একে মিথ্যা সংবাদ আখ্যা দিয়ে নিজের অবস্থান পরিস্কার করতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন বেরোবি ভিসি।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেরোবির সহকারী পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ) মো. এহতেশামুল হকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বেরোবির শেখ হাসিনা হল এবং ড. ওয়াজেদ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখতে ইউজিসিকে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে ইউজিসি। তদন্ত কমিটি অনিয়মের সঙ্গে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর জড়িত থাকার প্রমাণ পেয়েছে।

ইউজিসির তদন্ত কমিটি প্রধানমন্ত্রী অনুমোদিত নকশা পরিবর্তনের মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোর অজুহাতে অনিয়মের বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে উপাচার্য, তার ভাগ্নে ইঞ্জিনিয়ার মজনুর কাদের এবং অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।


সর্বশেষ সংবাদ