জাতীয় বিশ্ববিদ্যালয় ফটক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচী বাতিল, অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে রেখে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি কার্যক্রম শুরু ৮ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা মার্চের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা দাবি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়েল সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে এর প্রতিবাদে দেশেব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাও শুরুর নতুন ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ