পরীক্ষার সূচি না দিলে ক্যাম্পাস ছাড়বে না হোম ইকোনমিক্সের ছাত্রীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা  © সংগৃহিত

পরীক্ষা শুরুর ঘোষণা না দেয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাস ছাড়বেন না রাজধানীর হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আন্দোলন শিক্ষার্থীরা গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, সকাল থেকে পরীক্ষার দাবিতে আমরা আন্দোলন করলেও শিক্ষকরা আমাদের কোনো সহযোগিতা করছেন না। কেউ সহযোগিতা করুক আর না করুক, পরীক্ষা শুরুর ঘোষণা না আসা পর্যন্ত আমার কলেজ ছাড়ছি না।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনা বলেন, পরীক্ষা শুরুর বিষয়ে আমাদের হাতে কিছু নেই। মন্ত্রণালয় সিদ্ধান্ত না জানালে আমরা কিছুই করতে পারবো না। তবে শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর বিষয়ে লিখিত দিলে আমরা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করব।

প্রসঙ্গত, পরীক্ষা নেয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টায় সড়ক অবরোধ করেন হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে ওই সড়কে যানচলাচল ব্যহত হলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে কলেজের মূল গেটের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ