বেরোবি শিক্ষিকার হয়রানির অভিযোগ তদন্ত করবে আদালত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের করা সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট থানা রংপুর মেট্রোপলিটন কোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইজার আলী।
মঙ্গলবার আদালতের জুডিশিয়াল মেজিস্ট্রেট দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলীকে ঘটনা তদন্তপূর্বক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
তদন্তকারী কর্মকর্তা ইজার আলী বলেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের করা জিডির পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। তদন্ত শুরু হয়েছে শেষ হলেই প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রসায়নের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ বিভাগীয় শিক্ষক এইচ এম তারিকুল ইসলাম ও বিজন মোহন চাকীর বিরুদ্ধে নানাভাবে অসদাচরণ ও হয়রানির অভিযোগ এনে তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।