সমঝোতায় যেতে চায় ববি’র আন্দোলনরত শিক্ষার্থীরা
দাবি আদায়ের পথে অনড় রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) র আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন এর সাথে বৈঠকে বসে নিজেদের দাবিগুলো আবারো পূর্ণব্যক্ত করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন,আন্দোলনের অংশ হিসেবে আজও আমরা উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলাম। উপাচার্যের কাছে আমাদের দাবিগুলো আবারো পূর্ণব্যক্ত করেছি। দাবি পূরণের আশ্বাস দিয়েছেন উপাচার্য।
তিনি আরো বলেন, আগামীকাল জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবহন শ্রমিক মালিক সমিতি ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে আমরা আবারো বৈঠকে বসবো।
এছাড়াও আমরা আজ কিছু দাবি তুলেছি। সেগুলো হলো ভবিষ্যতে বাস মালিক শ্রমিকরা শিক্ষার্থীদের নির্যাতন করবেন না মর্মে লিখিত দিতে হবে, রূপাতলী হাউজিং কমিটি শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেনকে বয়কট করতে হবে, শিক্ষার্থীদের ছিনতাই হওয়া মোবাইল, ল্যাপটপ ফেরত দিতে হবে এবং মারধরের শিকার শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে।
বৈঠক শেষে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, হামলায় জড়িতদের বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সমঝোতা চান তারা। স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিকসহ সবার সঙ্গে আলোচনায় বসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের সব দাবী পূরণের পদক্ষেপ নেব আমরা।