শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জবি ছাত্র অধিকার পরিষদের নিন্দা

শিক্ষার্থীদের ওপর হামলার দৃশ্য
শিক্ষার্থীদের ওপর হামলার দৃশ্য  © ফাইল ফটো

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গ্রামবাসীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মােঃ রাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে উক্ত নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ‘‘হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেয়া হয়।’’

বিবৃতিতে আরও বলা হয়, করােনা প্রকোপের কারণে দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গেরুয়াসহ আশেপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থী যাদের অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় হল খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছি। সম্প্রতি ববিসহ দেশের বিভিন্ন স্থানে অনবরত হামলা মামলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট ও জাতিকে মেধাশূণ্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বলে মনে করি।

এছাড়াও উক্ত বিবৃতিতে অবরুদ্ধ শিক্ষার্থীদের এলাকা থেকে উদ্ধার ও আহত শিক্ষার্থীদের সু-চিকিৎসার ব্যবস্থা করে অনতিবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ