ববি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলামান আন্দোলন কর্মসূচি আজকের মত স্থগিত করা হয়েছে। আগামীকাল রবিবার মহান ২১ ফেব্রুয়ারি বিশেষ দিনটি বিবেচনায় নিয়ে চলমান কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। তবে এর মধ্যে দাবি মেনে নেয়া না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
আজ শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসক ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত। এতে শিক্ষার্থীরা তাদের তিনদফা দাবি পূর্ণব্যক্ত করেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা আজকের মত তাদের চলমান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা অজ্ঞাতনামা মামলায় গতকাল দুই শ্রমিককে গ্রেতফার করা হয়েছে। এটা জজ মিয়া নাটককেও হার মানাবে। যতক্ষণ পর্যন্ত হামলার ঘটনায় মূল হোতা কাউসার হোসেন শিপনকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।
সুজয় বলেন, তবে আগামীকাল মহান ২১ ফেব্রুয়ারি বিশেষ দিনটি বিবেচনায় আজকের মত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল কোন রাস্তা অবরোধ করা হবে না। তবে চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।
১৩ ঘণ্টার আল্টিমেটাম শেষেও দাবি আদায় না হওয়ায় এদিন সকাল থেকে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এদিকে বরিশালে বাস মালিক-শ্রমিকরাও আন্দোলনে নেমেছেন। রূপাতলীর বাস শ্রমিকরা দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে বাস চলাচল বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসময় তারা সড়কে অগ্নিসংযোগও করেন।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর রূপাতলি বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার দুই পরিবহন শ্রমিক হলেন- সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ মুন্সী ও এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি। দুজনই রুপাতলী এলাকার বাসিন্দা। তাদের দুজনকেই একটি বাসের মধ্য থেকে গ্রেপ্তার করা হয়।
আগামীকাল ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আজকের মত আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, ‘ভোররাতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সুব্রত কুমার দাস বলেন, শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। যে দু‘জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মাধ্যমে মূল আসামিদের নাম পুলিশ অন্তর্ভুক্ত করতে পারবে বলে আমরা মনে করছি। তদন্ত করলেই মূল আসামি ও তাদের মোটিভ বেরিয়ে আসবে।