১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৭

ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা, ফের সড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

সড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

দাবি আদায়ে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরও কোন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি অভিযোগ করে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকাল পাঁচটায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে তাঁরা ফের ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন। এতে দক্ষিণবঙ্গের প্রায় পাঁচ জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।

গত মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকে ৪৮ ঘন্টার সময় নেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, উপাচার্য আমাদের থেকে ৪৮ ঘণ্টার সময় নিয়েছিলেন। কিন্তু এর মাঝে আমাদের কোন দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করতে পারেননি।

শুভ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। কিন্তু এতে কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যত একটি শ্রমিক সংগঠনের নেতাকেও ভয় পাচ্ছেন। যেখানে আমরা হামলায় অংশ নেয়া নেতৃবৃন্দের নাম উল্লেখ করেছি। এজাহারে গুরুতর জখমের কথা উল্লেখ করা হয়েছে। এটা হতে পারতো একটা হত্যাচেষ্টার মামলা। আমরা এই মামলা প্রত্যাখ্যান করছি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমাদের দাবি থাকবে আসামীরা যে দলের, যতবড় ক্ষমতাবান হোক না কেন তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রুত কুমার দাস শুক্রবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনার সুষ্ঠু সমাধানের। আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।