শিক্ষকদের অধিকার নিশ্চিত করবে ‘সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষকদের অধিকার নিশ্চিতে ‘সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। অধিভুক্ত এসব কলেজের শিক্ষকরা পেশাগত দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈষম্যের শিকার হচ্ছেন অভিযোগ করে এ কমিটি গঠন করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে সাত কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ‘সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন’র দায়িত্বশীলরা বলছেন, শিক্ষকদের সমস্যা দূরীকরণে নব গঠিত টিচার্স এসোসিয়েশন কাজ করবে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যাপক মো. মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।
শিক্ষকদের অভিযোগ, খাতা মূল্যায়নে সম্মানী বিল পেতে নানা হয়রানি ও চরম ভোগান্তি, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, প্রশ্নপত্র প্রণয়নে সমন্বয়হীনতা, উত্তরপত্র বণ্টনে বৈষম্য, পরীক্ষা কমিটি গঠনে বৈষম্য, বিভিন্ন কাজে অধিভুক্ত সাত কলেজের শিক্ষকদের সাথে অবহেলা পূর্ণ আচরণ, জেষ্ঠ্যতা না মানাসহ নানা সমস্যায় জর্জরিত অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষকগণ।
সেভেন কলেজ টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, অধিভুক্তির পর থেকেই আমরা শিক্ষকরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি। ঢাকা বিশ্বিবিদ্যালয় প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণ কখনো কাম্য নয়। আমাদের এই কমিটি সকল শিক্ষকদের অধিকার নিশ্চিতে কাজ করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে অধ্যাপক আফরোজা বেগম রোজী (ইডেন মহিলা কলেজ), যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মো. কামাল হায়দার (সরকারি তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক) কোষাধ্যক্ষ হিসেবে খায়রুল বাশার (ইডেন মহিলা কলেজ), প্রচার সম্পাদক হিসেবে আলমামুন রাসেল (সরকারি তিতুমীর কলেজ)।