১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯

পরিচয়হীনতায় ভুগছে জাককানইবি প্রথম বর্ষের শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ে ভর্তির একবছর পার হয়ে গেলেও আইডি কার্ড পাননি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০১৯-২০২০ সেশনের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আইডি কার্ড না থাকায় নানারকম সমস্যায় ভুগছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার সৌরভ বলেন, বাসে যাতায়াত করতে প্রায়সময়ই স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন হয়। করোনার কারণে বিশ্ববিদ্যালয়ও বন্ধ। আমার কাছে দু-তিনটা রশিদ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে এমন কোনো তথ্য নেই। যখন কেউ জিজ্ঞেস করে আইডি কার্ডের জন্য, দেখাতে পারি না।

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পিয়াল সরকার জানান, করোনাকালীন পরিস্থিতিতে পারিবারিক কাজে বাইরে যেতে হয়। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিচয় জানতে চাইলে শিক্ষার্থী পরিচয় দিলেও আইডি কার্ড দেখাতে পারি না। এ কারণে বেশ কয়েকবার ভোগান্তিতে পড়েছি।

একই বিভাগের আরেক শিক্ষার্থী সানজিদা হক স্মৃতি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ প্রায় সব শিক্ষার্থীর স্বপ্ন। এখানে প্রাতিষ্ঠানিক আইডি কার্ড শিক্ষার্থীর পরিচয় বহন করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির একবছর পার হয়ে গেছে অথচ এখনো আমরা আইডি কার্ড পাইনি। এটা আমাদের জন্য হতাশাজনক।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্ধারিত অগ্নিবীণা হলের প্রভোস্ট মাসুদ চৌধুরী বলেন, ছাত্রদের সকল তথ্য আমরা প্রেসে পাঠিয়েছি। ইতিমধ্যে কিছু কিছু বিভাগ কম্প্লিট হয়েছে, কিছু এখানো বাকি আছে। ক্যাম্পাস খোলার এক সপ্তাহের মধ্যেই সকল বিভাগে আইডি কার্ড পাঠিয়ে দেব।

তিনি জানান, পূর্ববর্তী বছরের ধারাবাহিকতা অনুযায়ী, ছাত্রদের হলে এসে নিজের আইডি কার্ড সংগ্রহ করতে হবে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, তাই এ মুহূর্তে আইডি কার্ড বিতরণ সম্ভব নয়।

অন্যদিকে ছাত্রীদের দোলনচাঁপা হলের প্রভোস্ট নীলা সাহা বলেন, আমাদের আরো একটু সময় লাগবে। ইতিমধ্যে খসড়া ডাটাবেজ তৈরি করা হয়েছে, আশা করছি মার্চের মাঝামাঝি সময়ে আমরা সংশ্লিষ্ট কমিটির সাথে মিটিং করে এটি চূড়ান্ত করবো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলার পর দ্রুততম সময়ে শিক্ষার্থীদের নিকট আইডি কার্ড পৌঁছে দেওয়া হবে।

করোনাকালীন বন্ধ আবার বৃদ্ধি পেলে আইডি কার্ডের সফট কপি দেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে দুই প্রভোস্ট জানান, নিরাপত্তার স্বার্থে কাউকে আইডি কার্ডের সফট কপি দেওয়া যাবে না। তবে জরুরী প্রয়োজনে কেউ ডিপার্টমেন্ট কিংবা হলে এসে আবেদন করলে, প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক আইডি কার্ড/প্রত্যয়ন পত্র ব্যবস্থা করে দেওয়া হবে।