১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৬

সড়ক অবরোধ করে হামলার প্রতিবাদ, অচল যোগাযোগ ব্যবস্থা

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

রাতের আঁধারে মেসে ঢুকে সশস্ত্র হামলার প্রতিবাদে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সামনের ঢাকা-পটুয়াখালী ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করা হয়েছে। এতে দক্ষিণবঙ্গের প্রায় পাঁচ জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, গতকাল রাতে শিক্ষার্থীদের উপর অপারেশন সার্চ লাইটের মতো যে বর্বরোচিত হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো। রাজপথ ত্যাগ করবো না।

দেখনু: গভীর রাতে মেসে ঢুকে ববি শিক্ষার্থীদের উপর হামলা, আহত ১৫

এর আগে গতকাল রাত আনুমানিক ১টার দিকে নগরীর রূপাতলি হাউজিংয়ে শিক্ষার্থীদের মেসে ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুব্রত কুমার দাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গভীর রাতে আমাদের নিরপরাধ শিক্ষার্থীদের উপর আমানবিক হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলার ঘটনার শুনার পর পরই থেকেই প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছে।