ক্যান্সার আক্রান্ত সামিয়া বাঁচতে চায়, প্রয়োজন ২০ লাখ টাকা
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া রহমান (১৯) লিমপোয়া ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ডাক্তারা জানিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রায় ১৫-২০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে তিনি ভারতের খ্রিস্টান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সামিয়া দুই বছর আগে হঠাৎ করে অসুস্ত হয়ে পড়লে তাকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ হয়ে উঠে। পরে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সামিয়ার মা রেহান বলেন, সর্বশেষ গত নভেম্বরে হঠাৎ করে সামিয়ার মুখ ফুলে গেলে তাকে আবার হাসপাতালে নিয়ে আসি। তারপর পরীক্ষা-নিরীক্ষার পরে জানতে পারি ওর ব্লাড ক্যান্সার হয়েছে।
তবে ডাক্তাররা বলেছেন, ‘এই ক্যান্সার নিরাময়যোগ্য’। তাঁর এ চিকিৎসার জন্য ১৫-২০ লাখ টাকা প্রয়োজন।
সামিয়ার বলেন, এতো টাকা আমাদের একার পক্ষে ডোগাড় করা সম্ভব নয়। আমি আমার একমাত্র মেয়েকে চিকিৎসার অভাবে হারাতে পারবো না। আপনাদের কাছে আমি আমার মেয়ের চিকিৎসার জন্য সহায়তা চাচ্ছি।
কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক কল্যাণী ব্যাণার্জী বলেন, সামিয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ডিপার্টমেন্ট এবং কলেজ প্রশাসন থেকে আমার আমাদের সর্বোচ্চটুকু সহযোগিতা করবো। এছাড়াও ব্যক্তিগতভাবে তিনি সামিয়ার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সামিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা পাঠানোর ঠিকানা-
বিকাশ: ০১৯৫৫-৩৩২৯৪১ (বোন)
নগদ: ০১৯৫১-১৯০১২২ (মা)
ব্যাংক একাউন্ট: FIROJ AHMMED PATWARY (ভাই) A/C No: 20502180202367907 ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।