খুবিতে শিক্ষকদের কর্মসূচি স্থগিত হলেও শিক্ষার্থীদের প্রতিবাদ চলছে
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৩ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪২ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১৩তম দিনের মত শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
আজ রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অপরদিকে মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে অন্যায়ভাবে বরখাস্ত ও অপসারণের বিষয়ে মহামান্য হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের চলমান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আমরা আশাবাদী উচ্চ আদালত যে রায় দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সে অনুযায়ী কাজ করবে।
অপরদিকে প্রতিবাদ কর্মসূচিতে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আতিদ তূর্য বলেন, আদালত যে রায় দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই রায়ের বিরুদ্ধে আপিল না করে বিষয়টিকে যেন আর ঘোলাটে না করে।
বাংলা ডিসিপ্লিনের আরেক শিক্ষার্থী আশিক বিশ্বাস বলেন, আমরা আশা রাখব খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ওই তিন শিক্ষককে অনতিবিলম্বে স্বপদে পুনর্বহাল করা হয় এবং তাদেরকে নিয়ে প্রতিহিংসার রাজনীতি যেন বন্ধ হয়।
গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১২তম সভায় শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি, অসদাচরণ, প্রশাসনবিরােধী কার্যক্রমসহ নানা অভিযােগে বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাে. আবুল ফজলকে বরখাস্ত এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলমকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।