১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১

শ্রেণীকক্ষের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে বেরোবি শিক্ষার্থীরা

আইন ভঙ্গ করে সহকারী অধ্যাপক তানিয়া তোফাজকে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে শ্রেণীকক্ষের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আইন মেনে বিভাগীয় প্রধান নিয়োগ, শিক্ষক-শিক্ষার্থীদের নামে থানায় মিথ্যা অভিযোগ ও বিভাগগের শিক্ষকবৃন্দের প্রমোশন, আপগ্রেডেশন, বেতন বন্ধ রেখে হয়রানির প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা গ্রহণ করে বিভাগটি। এর আগে ৭ ফেব্রুয়ারি (রবিবার) রাতে রংপুর মেট্রোপলিট তাজহাট থানায় বিভাগটির দুইজন শিক্ষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন বিভাগটির প্রধান তানিয়া তোফাজ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর প্রাঙ্গণে মিড সেমিস্টার পরীক্ষা দিচ্ছে রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীরা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বেলা সাড়ে ১২টায় এ পরীক্ষা শুরু করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

শিক্ষার্থীরা বলেন, জিডিতে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। বিভাগের জটিলতা নিরসনে আমরা শিক্ষার্থীরা অনুরোধ করলে বাকি শিক্ষকরা ম্যামের (তানিয়া তোফাজ) সাথে সাক্ষাৎ করে। আমরাও সেখানে উপস্থিত ছিলাম। জিডিতে যেসব কথা বলা হয়েছে এরকম কোনো ঘটনায় সেদিন ঘটেনি। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্ররোচনায় তানিয়া ম্যাম এই জিডি করেছেন।

যতক্ষণ পর্যন্ত তিনি (তানিয়া তোফাজ) জিডি প্রত্যাহার করবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন মেনে বিভাগীয় প্রধান নিয়োগ না দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিভাগটির সাবেক বিভাগীয় প্রধান এইচ এম তারিকুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ যেন বন্ধ না হয় এবং শিক্ষার্থীদের যেন কোনরকম জটে না পড়তে হয় সেজন্য আমরা ক্লাস-পরীক্ষা ও অবস্থান কর্মসূচি একসঙ্গে চালিয়ে যাচ্ছি।

বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. হাফিজুর রহমান সেলিম বলেন, বাইরে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমি শুনেছি। তাদের সাথে কথা হয়েছে। তারা আর বাইরে পরীক্ষা নেবেনা। তবে বিষয়টি সমাধানের লক্ষ্যে আগামীকাল তাদের সাথে বসা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের আইনের ২৮-এর ২ ধারা ভঙ্গ সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকীকে নিয়োগ বঞ্চিত করে সম্পূর্ণ অবৈধভাবে সহকারী অধ্যাপক তানিয়া তোফাজকে বিভাগীয় প্রধান নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে বৈধভাবে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।