শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই ৩ শিক্ষক
খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। একই সাথে ওই শিক্ষককে শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে আদেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আদালত এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের শাস্তির বিরুদ্ধে আদালতে রিট করেন ওই তিন শিক্ষক। গত ২৮ জানুয়ারি চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশ দিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক জনাব আবুল ফজল (বাংলা বিভাগ), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস বিভাগ) এবং শাকিলা আলম (বাংলা বিভাগ) এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিগত ২৮ জানুয়ারি চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশের বিরুদ্ধে রিট আবেদন করেছিলেন। রিটের শুনানী নিয়ে আজ মাননীয় উচ্চ আদালত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়ারি জারি করা আদেশের বিরুদ্ধে রুল নিশি জারী করেছেন এবং তিন শিক্ষকের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন।’’
তিনি আরও জানান, ‘‘যেহেতু উক্ত তিন শিক্ষক এখনো তাঁদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোন আইনি বাধা নেই। তিন শিক্ষকের প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে তা কোন বিচারেই গ্রহণযোগ্য নয় এবং এটি তাঁদের একাডেমিক ফ্রিডমের উপর আঘাত।’’