০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫

ফল খারাপ হওয়ায় শিক্ষার্থীদের হুমকি, থানায় জিডি বেরোবি শিক্ষিকার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

কোর্সের ফলাফল প্রকাশ করার পর শিক্ষার্থীরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসি রায়। এ অভিযোগে সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে মৌটুসি রায় উল্লেখ করেছেন, গতকাল বিকেলে ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের ৭ম ব্যাচের ট্রান্সলেশন স্টাডিজ কোর্সের ‘কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট’ টেস্টের ফলাফল অনলাইট প্ল্যাটফর্মে প্রকাশ করেন। ফলাফল দেখে ওই ব্যাচের শিক্ষার্থী মোছা. অ্যামেলি আক্তার, আনিসুর রহমান, মোতাউল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী তার মোবাইলে এসএমএস করে নানাভাবে হুমকি প্রদান করেন।

শিক্ষার্থীরা জানায়, তারা ওই ফলাফলে কম মার্কস পাওয়ার জেরে জীবনঘাতি সিদ্ধান্ত নেবে এবং তার জন্য তিনি দায়ি থাকবেন বলে। জিডিতে মৌটুসি রায় আরও উল্লেখ করেন, ওই ব্যাচের প্রায় প্রত্যেক শিক্ষার্থী ফলাফল পুনর্বিবেচনা না করলে সর্বাত্মক আন্দোলনের হুমকি দিয়েছেন এসএমএসের মাধ্যমে। এ অবস্থায় তিনি উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘থানায় একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’