০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৮

জবির ফটক দখল করে বাস স্ট্যান্ড, আছে ফেরিওয়ালাদের দৌরাত্ম্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক। একে তো অবৈধ বাসস্ট্যান্ড, এর ওপর আবার ফেরিওয়ালাদের দৌরাত্ম্য— দুইয়ে মিলে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সরেজমিন গিয়ে দেখা যায়, ফটকের সামনের রাস্তায় সজন পরিবহন, সাভার পরিবহন, তানজিল, আজমেরী গ্লোরী, স্কাইলাইন ও বিহঙ্গ পরিবহনের বাসগুলো বাস পার্কিং করা হয়েছে। যেখানে প্রতি মুহূর্তে পরিবহনগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। স্বভাবতই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এছাড়াও প্রধান ফটকের পর বাংলাদেশ ব্যাংকের দেয়াল থেকে শুরু করে তৃতীয় ফটকের সামনের রাস্তা পর্যন্ত দখলে নিয়েছে ভ্রাম্যমান ফেরিওয়ালারা। যা রোধ করতে ফটকের সামনে নেই কোন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী।

ফটক ঘেঁষে বসা এক বিক্রেতার কাছে জানতে চাইলে বলেন, এখানে মানুষের যাতায়াত বেশি, তাই ক্রেতার সংখ্যাও বেশি হয়; বেশ কিছু পয়সা পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, ‘ফেরিওয়ালাদের দোকান ও বাস স্ট্যান্ড থাকায় ফটকের সামনে প্রচুর ভিড় হয়। এতে করে রাস্তা পারাপার এমনকি চলাফেরাতেও অনেক অসুবিধায় পড়তে হয়। এ ব্যাপারে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ’

সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের ফটকে বাস স্ট্যান্ড ও দোকান বসার নিয়ম নেই। সকলে যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।