রাজশাহী কলেজ অধ্যক্ষের বিদায়ে অশ্রুসিক্ত সহকর্মী শিক্ষার্থীরা
সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের কাঙ্খিত ভালবাসা নিয়ে বিদায় নিয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান। মহানগরীর সাহেব বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কলেজটির শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও ভালবাসা পেয়েছিলেন তিনি। আজ বুধবার তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর কলেজটি চারবার দেশসেরা কলেজের খেতাব অর্জন করতে সক্ষম হয়।
কলেজের শিক্ষার্থীরা তাঁকে শিক্ষাঙ্গনের জীবন্ত কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে কলেজের রং বদলিয়ে রাজশাহী কলেজকে তুলে ধরেছেন দেশসেরা বিদ্যাপীঠে।
বুধবার অধ্যক্ষের বিদায় উপলক্ষে গোটা কলেজকে বর্ণিল সাজে সাজিয়ে তোলেন শিক্ষার্থীরা। বিদায়ী সংবর্ধণায় উপস্থিত শিক্ষার্থী ও তাঁর সহকর্মীরা চোখের জল ধরে রাখতে পারেননি। অধ্যক্ষের অবসর জীবনের জন্য দোয়া করেন সবাই।
এক শিক্ষার্থী বলেন, 'কলেজের পরিবর্তনের কারিগর শেষ করলেন আজ তার চাকরি জীবন, বিদায়টা সত্যিই অনেক কষ্টের। স্যারের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। স্যার খুব মিস করবো আপনাকে আপনার জন্য সারা জীবন দোয়া থাকবে।'