অনশনরত খুবি শিক্ষার্থীদের ক্ষমা চাইতে বললেন কেসিসি মেয়র
বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি আমরণ অনশন করা খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করার আহবান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
রোববার (২৪ জানুয়ারি) কেসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের এ আহবান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, খুবির দুই শিক্ষার্থী অনশনের খবরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে উভয় পক্ষের সাথে আলোচনা করেছি। তাদেত সাথে কথা বলা শেষে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ক্ষমা চেয়ে আবেদন করতে বলি।
পরবর্তীতে শিক্ষার্থীরা কেসিসি মেয়রের মাধ্যমে উপাচার্য বরাবর আবেদন করলেও সেখানে তারা ক্ষমা প্রার্থনা করেনি। শিক্ষার্থীদের এমন আচরণে আমি হতাশ। তাই পুনরায় ক্ষমা প্রার্থনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর অনশনরত দুই শিক্ষার্থীকে আবারও আহবান জানিয়েছেন সিটি মেয়র।