বেরোবি ভিসিকে ক্যাম্পাসে ফেরাতে গণস্বাক্ষর কর্মসূচি

  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ-এর ক্যাম্পাসে সার্বক্ষণিক উপস্থিতি এবং দুর্নীতির হাওয়া ভবনখ্যাত ঢাকাস্থ লিয়াজোঁ অফিস বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে অনেকগুলো বিভাগের বিভাগীয় দায়িত্ব পালন করছেন ভিসি নিজেই। তিনি সার্বক্ষণিক ঢাকায় অবস্থান করার কারণে বিভিন্ন সময় বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হয়রানির শিকার হচ্ছে তারা। শিক্ষার্থীরা আরো জানায়, ভিসির দায়িত্ব পালন করতে গিয়ে কলিমউল্লাহ ১৩০০ দিনের মধ্যে ১১০০ দিনই ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন এবং ক্যাম্পাসে না এসে ঢাকাস্থ লিয়াজোঁ অফিস থেকে বিতর্কিত কর্মকাণ্ড করে চলেছেন।

“ভিসি অবৈধভাবে বিভাগীয় প্রধান নিয়োগ, শিক্ষক নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা ছাড়াও একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে চলেছেন। এতে করে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।”

প্রসঙ্গত, গত এক বছরের বেশি সময় ক্যাম্পাসে আসেননি ভিসি কলিমউল্লাহ। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে হঠাৎ করে ঢাকা থেকে ক্যাম্পাসে আসেন তিনি। তবে মূল প্রবেশ পথের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের পেছনের দরজা দিয়ে ক্যাম্পাসে ঢোকেন।

বিষয়টি জানতে পেরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু সাড়ে তিন ঘণ্টা যাবৎ বাসভবন ঘেরাও করেও দেখা মেলেনি তাঁর। কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অভিযোগ, তাদের আসার খবর পেয়ে বাসভবনের পেছনের দরজা দিয়ে লুকিয়ে ভিসি ক্যাম্পাস ছেড়েছেন।


সর্বশেষ সংবাদ