স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৯ সালের স্নাতক শেষ বর্ষের অবশিষ্ট পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়।জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দেশব্যাপী ২৮৪টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় ২ লাখ ২৬ হাজার। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পর্যায়ক্রমে রোববার শুধু বিএ সম্মান কোর্সে ৫৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। ধাপে ধাপে পরবর্তী পরীক্ষাও নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।


সর্বশেষ সংবাদ