শিক্ষার্থী প্রতি ১ লাখ ৮২ হাজার টাকা খরচ করেছে খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একজন শিক্ষার্থীর পেঁছনে ২০১৯ সালে সরকার ১ লাখ ৮২ হাজার টাকা ব্যয় করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ৪৬তম বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য উঠেছে।

বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে খুবির মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ৬ হাজার ১০০ জন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেঁছনে এক বছরে ব্যয় করেছে ১১০ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকা।

গত বছরের তুলনায় এবার খুবিতে শিক্ষার্থীদের মাথাপিছু গড় ব্যয় বেড়েছে। গত বছর মোট শিক্ষার্থীদের ব্যয় ছিল ৯৪ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার টাকা এবং শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ছিল ১ লাখ ৫৫ হাজার ১৬০ টাকা।

তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ১ লাখ ৭ হাজার ৬৪৮ টাকা, বুয়েটে ১ লাখ ৭৭ হাজার ৭৭৫ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৩৫ হাজার ৮৯ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ১ হাজার ৩১৫ টাকা, শাবিপ্রবিতে ১ লাখ ৪৬ হাজার ১৫০ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৮২ হাজার টাকা।

হাবিপ্রবিতে ৭০ হাজার ৩২ টাকা, মাভাবিপ্রবিতে ৯৯ হাজার ৯৬০ টাকা, চুয়েটে ১ লাখ ২৪ হাজার ৯১৭ টাকা, রুয়েটে ১ লাখ ২৬ হাজার ৯৬৫ টাকা, কুয়েটে ১ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা, ডুয়েটে ২ লাখ ২৪ হাজার টাকা, নোবিপ্রবিতে ৯৫ হাজার ৯৩২ টাকা।

এছাড়া যবিপ্রবিতে ১ লাখ ২৪ হাজার টাকা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যয় ১ লাখ ২২ হাজার ৮৫২ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ব্যয় ১ লাখ ১৮ হাজার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যয়, ৮৭ হাজার ৪৩৪ টাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশানালস এ ব্যয় হয় ১ লাখ ৪৯ হাজার টাকা।


সর্বশেষ সংবাদ