বেরোবিতে উপ-উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে অবস্থান কর্মসূচি স্থগিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রো-ভিসি সরিফা সালোয়া ডিনা ও অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আর এম হাফিজুর রহমান সেলিম ঢাকায় লিয়াজোঁ অফিসে কোনরকম সভা ও সিন্ডিকেট মিটিংয়ে এটেন্ড করবে না এমন আশ্বাসের ভিত্তিতে এবং ঢাকায় লিয়াজোঁ অফিস বন্ধ করা হবে তাদের পক্ষ থেকে এমন ঘোষণার প্রেক্ষিতে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা ২০ মিনিট পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করল তারা।
এ ব্যাপারে অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, আমরা যে দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলাম তারা আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলো পূরণ করবেন। সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, তারা একটা দাবী নিয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন। আগামীকাল লিয়াজোঁ অফিসে একটা নিয়োগ বোর্ড আছে। আমরা সেখানে উপস্থিত হবোনা এই সিদ্ধান্ত নিয়েছি।