পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সুপারিশ ইউজিসির
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যে কারণে এসব কোর্স বন্ধের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার তদারকি সংস্থা ইউজিসি তাদের ৪৬তম বার্ষিক প্রতিবেদনে এমন প্রস্তাব করা হয়েছে।
এছাড়া দ্রুত অ্যাক্রিডিটেশণ কাউন্সিল আন্তজার্তিম মান অনুসরণ করে সকল উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান ও চলমান প্রোগ্রামগুলোর অ্যাক্রিডিট করার সুপারিশ করা হয়েছে।
এর বাইরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম-দুর্নীতি বন্ধে অভিন্ন নীতিমালা প্রণয়নের সুপারিশ করে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তৃতীয় লিঙ্গের জন্য কোটা সংরক্ষণ, উচ্চশিক্ষায় গবেষণা নিয়ন্ত্রণ ও তদারকির জন্য নীতিমালা প্রণয়ন, গবষণার চৌর্যবৃত্তি বন্ধে নীতিমালা তৈরি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকারী নিয়োগ-পদোন্নতির জন্য অভিন্ন নীতিমালাসহ উচ্চশিক্ষায় সংকট ও সম্ভবনা নিয়ে ২৪ দফা সুপারিশ করে সংস্থাটি।
এতে সুপারিশ সংবলিত বার্ষিক প্রতিবেদন গত রোববার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করে ইউজিসির একটি প্রতিনিধিদল। এ দলের নেতৃত্ব দেন ইউজিসির চেয়ারম্যান।
এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থাটি দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় বেসরকারি উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চালু করতে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে।
পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় আইন-২০১০ যুগোপযোগী করার সুপারিশ করেছে।