জানুয়ারিতে নমনীয় শর্তের ঋণ পাবে জবি শিক্ষার্থীরা
করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুদবিহীন ঋণ পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ থেকে ইতঃপূর্বে প্রেরিত আর্থিকভাবে অস্বচ্ছল যে সকল শিক্ষার্থীদের তালিকা প্রদান করা হয়েছে; তাদের অনূকূলে শর্ত প্রযোজ্য এই সফটলোন প্রদান করা হবে। শর্তগুলো হলো-
১. তালিকায় অন্তর্ভুক্ত ইচ্ছুক শিক্ষার্থীদের লোন পেতে ব্যাংক একাউন্ট থাকতে হবে।
২. ঋণের সর্বোচ্চ সিলিং হবে আট হাজার টাকা।
৩. এই ঋণটি হবে সুদমুক্ত এবং ঋণ গ্রহীতাকে আসল অর্থ পরিশোধ করতে হবে।
৪. শিক্ষার্থীদের সফটলোন অনুমোদন কমিটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক কমিশনে প্রেরিত তালিকায় শিক্ষার্থীর নাম আছে কিনা তা যাচাই করে দেখবেন এবং কমিটির সুপারিশের আলোকে অনধিক আট হাজার টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংকহিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে বরাদ্দ প্রদান করবেন।
৫. সফটলোন গ্রহণকারী শিক্ষার্থীকে ফোন ক্রয়ের ভাউচারটি ২৭.০১.২০২১ তারিখের মধ্যে বিভাগীয় চেয়ারম্যান এর নিকট জমাট দিতে হবে এবং চেয়ারম্যানগণ উক্ত জমা রশিদ সফটলোন কমিটির সদস্য সচিবের নিকট ১০ ফেব্রুয়ারী ২০২১ তারিখের মধ্যে প্রেরণ করবেন।
৬. সুদবিহীন এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/ মূল সনদ ইস্যু করা যাবে না।