ইবির নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রাতে উপাচার্য মহোদয় অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সকল সুযোগ-সুবিধা পাবেন।
গত বছরের ২৩ সেপ্টেম্বর ইবি শাখা ছাত্রলীগের আন্দোলনের মুখে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে প্রক্টর পদ থেকে সরিয়ে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন । পরে একই বছরের ২২ ডিসেম্বর স্থায়ী দায়িত্ব পান তিনি।
তবে মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন ড. জাহাঙ্গীর।