চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে কুবি

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও চীনের Luoyang Normal University-এর মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

Malishaedu-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লার মধ্যস্ততায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও Luoyang Normal University-এর পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ডিন অধ্যাপক কু হং থাউ।

এ সময় উপস্থিত ছিলেন কুবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, আইকিউএসির পরিচালক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন মো. রশিদুল ইসলাম শেখ, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন এবং Malishaedu-এর বাংলাদেশ প্রতিনিধি আশিক সরকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, দ্বি-পাক্ষিক এই চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং Ges Luoyang Normal University যৌথভাবে বিভিন্ন গবেষণা ও প্রশিক্ষণের আয়োজন করবে। এ চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের সুবিধাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা (স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের) আধুনিক ও উন্নতমানের গবেষণা সুবিধা পাবেন।

উভয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমৃদ্ধ গবেষণা কেন্দ্র ও ল্যাংগুয়েজ ইনস্টিটিউট স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শিক্ষক ও শিক্ষার্থীরা উভয় বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।


সর্বশেষ সংবাদ